দেশ

টেলি দুনিয়ায় বড় চমক, জি এন্টারটেনমেন্ট-সোনি পিকচার্সের সংযুক্তিকরণ

জি এন্টারটেইনমেন্ট ও সোনি পিকচার্সের মধ্যে একটি তাবড় একটি ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হতে চলেছে। এই দুটি সংস্থার মধ্যে একটি ‘মার্জার’ স্বাক্ষর হয়েছে। ফলে ১১ হাজার ৬১৫ কোটি টাকা দিয়ে জি এন্টারটেইমেন্টের একটি বড় সত্ত্ব এবার জি এর কাছ থেকে সোনি পিকচার্সের কাছে যেতে চলেছে। এরফলে ৫২.৯৩ শতাংশের সত্ত্ব ব্যবসায়িক ভিত্তিতে গিয়েছে সোনির কাছে। ফলে মনোরঞ্জনের দুনিয়ায় এই ব্যবসায়িক ডিল নিঃসন্দেহে বড় বিষয়। এরফলে জি এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ লিমিটেড বা জিলের শেয়ার ৯.৯৯ শতাংশ হয়েছে। এরফলে তারা ২৮১.২ টাকার একটি আপার সার্কিট ছুঁয়ে ফেলতে চলেছে মুম্বই মার্কেটে। যা নিঃসন্দেহে একটি বড় বিষয়। জি-এর ‘নন বিডিং টার্মশিট’কে সোনির হাতে তুলে দেওয়া নিয়ে এদিন ২২ সেপ্টেম্বর একটি বৈঠক সম্পন্ন হয়। সেই বৈঠকেই জি -এর তরফে এই বড় অঙ্কের সত্ত্বের শতাংশে ছাড়ের বার্তা দেওয়া হয়। এই এই টার্মশিট যে সোনির হাতে তুলে দেওয়া হবে, সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত, জানা যাচ্ছে এই সিদ্ধান্তের দিকে আগ্রহী ছিল জি মিডিয়া। কারণ, তারাই বাজারে আপাতত প্রিমিয়ার মিডিয়া হিসাবে পরিচালিত হতে চেষ্টা করে চলেছে। আর সেই লক্ষ্য থেকেই তাঁরা এই সত্ত্ব সোনির কাছে বিক্রি করে দিতে চায়। মূলত, ব্যবসায়িক বৃদ্ধি এ মূলধনী বৃদ্ধি বাড়াতে এই বড় চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে জানা যায়। এদিকে, জিলের তরফে খবর, তাদের বর্তমান ব্যবসায়িক সঙ্গীরা যে চুক্তির প্রস্তাব দিয়েছিল , তা ইতিমধ্যেই জিয়ের কাছে বেশ লাভজনক বলেই বোধ হয়েছে বলে সূত্রের দাবি।