বিজেপিতে যোগ দেওয়ার পর এবার তোলাবাজি-সহ একাধিক অভিযোগ উঠল বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে। দলের হাওড়া (সদর) জেলা সভাপতি, এমনকী খোদ দিলীপ ঘোষের কাছে ইতিমধ্যেই দলীয় প্যাডে লেখা চিঠি পৌঁছেছে। অভিযোগকারী বিজেপিরই বালির অঞ্চলের এক মণ্ডল সভাপতি! ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে একটি চিঠি। এমনকী, সেই চিঠি পাঠানো হয়েছে বিজেপির হাওড়া (সদর) জেলা সভাপতি সুরজিৎ সাহাকে ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, গত এক বছরে একবারও নিজের বিধানসভা এলাকা যাননি বৈশালী ডালমিয়া। কোভিড ও আমফানের সময়েও বালিতে দেখা যায়নি তাঁকে। বিজয়লক্ষ্মী রাও নামে একজনকে নিয়োগ করেছেন বিধায়ক। প্রোমোটার ও ব্যবসায়ীদের কাছ থেকে তিনি টাকা তোলেন। আরও বলা হয়েছে, নিজের স্বার্থসিদ্ধির জন্য বিজেপিতে যোগ দিয়েছেন বৈশালী। তাঁকে যেন দলের কোনও দায়িত্ব দেওয়া না হয়! চিঠির নীচে সই রয়েছে রাধা রঞ্জন গোস্বামীর। তিনি আবার বালির এলাকায় বিজেপি মণ্ডল সভাপতি! যদিও অভিযোগকারীর দাবি, এই চিঠিটি তাঁর লেখা নয়। কেউ বা কারা সই নকল করেছে। দলের রাজ্য অফিস থেকে ফোন এসেছিল। দলের রাজ্য অফিস থেকে ফোন এসেছিল, সবটাই জানিয়ে দিয়েছেন। তৃণমূলের একাংশের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপির মণ্ডল সভাপতি। যুব তৃণমূলের রাজ্য সভাপতি কৈলাস মিশ্রের পাল্টা বক্তব্য, দলে থাকাকালীন বৈশালীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁরা। তবে এখন আর নতুন করে অভিযোগ করার কিছু নেই। নিজেরাই চিঠি লিখে তৃণমূলের ঘাড় দোষ চাপাচ্ছে বিজেপি।