বিদেশ

‘মার্কিন কংগ্রেসে চরম লজ্জার ঘটনা, গণতন্ত্রের চূড়ান্ত অবমাননা’, বললেন বরিস জনসন

গণতন্ত্রকে পদদলিত করা বন্ধ হোক, এমন হিংসার রাজনীতি কখনওই কাম্য নয়, ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসার তীব্র নিন্দা করে বললেন রাষ্ট্রনেতারা। গণতন্ত্রের নিগ্রহ চলছে, ট্রাম্প সমর্থকদের হিংসা বন্ধ করার আবেদন জানিয়েছেন ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, ‘মার্কিন কংগ্রেসে চরম লজ্জার ঘটনা। বিশ্বে বরাবরই গণতন্ত্রের সমর্থনে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তাদেরই উচিত বিশৃঙ্খলা বন্ধ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর করা।’ ব্রিটেনের বিদেশসচিব ডমিনিক র‍্যাব বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গণতন্ত্র নিয়ে গর্ব করে। কিন্তু ক্ষমতার আইনি ও যথাযোগ্য হস্তান্তরকে এভাবে অবমাননা করা হবে সেটা ভাবাই যাচ্ছে না।’গণতন্ত্রের ওপরে হিংসাত্মক আক্রমণ হয়েছে’, টুইট করে বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, খুবই অপ্রীতিকর ঘটনা। শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর করুক আমেরিকা।