বিজ্ঞান-প্রযুক্তি

নাম বদলে ফেসবুক হয়ে গেল ‘মেটা’, ঘোষণা জুকারবার্গের

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথ চলা শুরু করেছিল ফেসবুক । দীর্ঘ ১৭ বছরের যাত্রার অবসান। একে অপরের সঙ্গে ভাব আদানপ্রদানের মাধ্যম হিসাবে শুরু হয়েছিল এই সংস্থার কাজ। ধীরে ধীরে তা মানুষের নিত্য জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে। কেবল চ্যাটিং বা ফটো আপলোডিং-এর মধ্যেই সীমাবদ্ধ নেই ফেসবুক। বর্তমানে কর্মসংস্থানের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ নাম ফেসবুক। এছাড়া বিপণনের ক্ষেত্রেও এটি হয়ে উঠেছে অন্যতম এক মাধ্যম। একটি সাধারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে যাত্রা শুরু করলেও বর্তমানে এই সংস্থার অধীনে রয়েছে একাধিক সংস্থা। ইনস্টাগ্রাম, মেসেঞ্জারের পাশাপাশি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপও ফেসবুকের অধীনস্থ। সেই কারণেই ফেসবুক সংস্থার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন মার্ক জুকারবার্গ । যদিও এই বিষয়ে স্পষ্ট কোনও কথা তিনি এতদিন জানাননি। তবে জল্পনা ওঠে, সংস্থার বার্ষিক কনফারেন্সেই নাম বদল করতে পারে ফেসবুক। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নাম বদল করল ফেসবুক, নতুন নাম হল ‘মেটা’। নাম বদলের খবর প্রকাশ্যে এনেছেন খোদ মার্ক জুকারবার্গ নিজেই। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট করে মার্ক লেখেন ‘ কোম্পানির জন্য সম্পূর্ণ এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছি আমরা। বর্তমান প্রযুক্তি মানুষকে শিখিয়েছে কীভাবে আরও নতুন করে নিজেকে বিকশিত করা যায়। আমি যখন ফেসবুকের যাত্রা শুরু করেছিলাম, তখন আমাদের অধিকাংশ মানুষই ওয়েবসাইটে টেক্সট টাইপ করতাম। তবে ধীরে ধীরে প্রযুক্তি উন্নত হয়েছে। আমরা ডেস্কটপ থেকে মোবাইলের দুনিয়ায় এসে পৌঁছেছি। তবে বিস্তারের পথ এখানেই শেষ নয়।’ পোস্টের মাধ্যমে মার্ক জানান, তিনি ক্লাসিকস পড়তে ভালোবাসেন এবং তাঁর নতুন কোম্পানির নাম ‘মেটা’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে। আমাদেরও পথচলার অনেক পথ বাকি’। সেই ধারণা থেকেই এই নামকরণ করেছেন মার্ক।