ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব ও ভুয় সিবিআই শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের নিয়ে যখন জোর চর্চা চলছে শহর জুড়ে ঠিক তখনই পর্দাফাঁস হল ভুয়ো সাংবাদিকের। নিউটাউন এলাকা থেকে ভুয়ো সাংবাদিককে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃতদের কাছ থেকে সময় পেরিয়ে যাওয়া পরিচয়পত্র এবং লোগো লাগানো একটি বুম উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে শনিবার রাতে নাকা চেকিং চালাচ্ছিল বিধাননগর পুলিশ। সেই সময় একটি ওলা গাড়িকে দাঁড় করায় পুলিশ। গাড়িতে থাকা দু’জন নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দেন। নাকা চেকিংয়ের সময় ওই দু’জন পুলিশের কাজে বাধা দেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ। এরপর পুলিশ আইডেন্টি কার্ড দেখতে চাইলে প্রথমে তারা তা দেখাতে অস্বীকার করে। সন্দেহ হওয়ায় পুলিশ দু’জনকে নিউটাউন থানায় নিয়ে যায়। জানা যায় দু’জনের মধ্যে একজনের নাম বিদ্যাচল সিং এবং অপর জন বিট্টুকুমার সিং। বিদ্যাচল বিহারের বাসিন্দা আর বিট্টু ঝাড়খণ্ডের। তাদের থেকে উদ্ধার হয়েছে সময় অতিক্রান্ত হয়ে যাওয়া আইডেন্টি কার্ড। সঙ্গে থাকা লোগোর সঙ্গেও বিহারের বাসিন্দা আর বিট্টু ঝাড়খণ্ডের। তাদের থেকে উদ্ধার হয়েছে সময় অতিক্রান্ত হয়ে যাওয়া আইডেন্টি কার্ড। সঙ্গে থাকা লোগোর সঙ্গেও আইডেন্টি কার্ডের মিল নেই বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে বিদ্যাচলের থেকে দুটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। একটিতে নাম রয়েছে ক্রাইম এক্সপোজার এবং অপরটিতে প্রাইম টুডে। তবে দুটি পরিচয়পত্রেরই সময় অতিক্রান্ত হয়েছে। কী কারণে ভুয়ো সাংবাদিক সেজে তারা ঘুরছিল তা জানার জন্য তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।