প্রাণপ্রিয় নাকি ভ্রমণ? বুদ্ধিমানেরা অবশ্যই বলবেন আগে জীবন। কিন্তু ভিন্নমত শুনতে পাবেন বাস্তববিমুখ কিছু মানুষের থেকে। হাজার উপদেশ, সতর্কবার্তা সত্বেও ঘোরাঘুরির বিরাম নেই। আর সেই জন্য ভুয়ো RT-PCR রিপোর্ট বানানো কোনও ব্যাপারই না! এমনটাই করেছেন দেরাদুনে ঘুরতে আসা ১৩ জন পর্যটক। সম্প্রতি IMA বলেছিল, তীর্থযাত্রা বা পর্যটনের জন্য অপেক্ষা করা যেতে পারে। কিন্তু কোভিডের তৃতীয় ঢেউ অপেক্ষা করবে না। সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তারপরেও একশ্রেণীর মানুষের গা ছাড়া মনোভাব। দেরাদুনে ঘুরতে গিয়ে নকল কোভিড রিপোর্ট বানিয়ে ধরা পড়লেন ১৩ জন পর্যটক। উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে, নকল রিপোর্ট নিয়ে ঘুরতে আসার জন্য ক্লিমেন্ট টাউন এলাকা থেকে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নকল রিপোর্ট তৈরিতে সাহায্যের জন্য চার জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও এই ধরনের ঘটনা প্রথম নয়। পুলিশের দাবি, এখনও পর্যন্ত প্রায়ই শ’খানেক পর্যটককে ধরা করা হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মুসৌরি ও নৈনিতালে পর্যটকদের ভিড় কাতারে কাতারে। মাস্কের বালাই নেই। নেই কোনও দূরত্ব বিধি। কোভিড গ্রাফ কিছুটা থিতু হতেই ‘রিভেঞ্জ ট্রাভেলে’ বেরিয়ে পড়েছেন মানুষ। এমনটাই যদি চলতে থাকে তাহলে দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই চলে আসবে তৃতীয় ঢেউ! এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও এমনই উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, পর্যটন ব্যবসার কথা মাথায় রেখে তারা কিছুটা ছাড় দিয়ে ছিল। এবার নিয়ম বিধি কড়া হবে। উত্তরাখণ্ডে ঘুরতে গেলে ৭২ ঘণ্টা আগের কোভিদ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়। কিন্তু মানুষ সতর্ক না হলে নিয়ম করে যে কিছুই হবে না, তা এই ঘটনাতেই ফের একবার প্রমানিত।