বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে এখন সরগরম রাজনৈতিক মহল। আজই রাজ্যে এসেছে কেন্দ্রীয় টিম। অশান্তির নিরিখে সেই ভোটের সময় থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে কোচবিহারের শীতলকুচি। তবে সেখানকার এক ভিডিও ভাইরাল করেই এবার মুখ পুড়ল বিজেপির। সম্প্রতি বিজেপির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তোলপাড় ফেসবুক থেকে শুরু করে টুইটার কারণ শীতলকুচি কাণ্ডে মৃত মানিক মৈত্রর নামে অন্য ব্যক্তির ছবি ব্যবহৃত হয়েছে বিজেপির টুইটার অ্যাকাউন্টে। গতকাল বিজেপির টুইটার অ্যাকাউন্ট থেকে ভোট পরবর্তী সন্ত্রাসকে কেন্দ্র করে তৃণমূল ও মমতা ব্যানার্জীর বিরুদ্ধে একটি প্রতিবাদ মূলক ভিডিও পোস্ট করা হয়েছিল। কিন্তু এই পোস্টটি মুছে দেওয়া হয় কারণ পোস্টে শীতলকুচি কাণ্ডে মৃত মানিক মৈত্রর ছবি স্বরূপ ইন্ডিয়া টুডের সাংবাদিকের ছবি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন ঐ সাংবাদিক যার নাম অভ্র ব্যানার্জী। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, ‘আমি অভ্র ব্যানার্জী। বেঁচে আছি এবং সুস্থ আছি। শীতলকুচি থেকে অন্তত ১৩০০ কিলোমিটার দূরে আছি। বিজেপির আইটি সেল বলছে আমি মানিক মৈত্র, শীতলকুচিতে মরে গেছি। এই ভুয়ো খবরে দয়া করে বিশ্বাস করবেন না। আবারও বলছি। আমি বেঁচে আছি।’