দেশ

বিরোধীদের বাধা সত্ত্বেও রাজ্যসভায় পাশ বিতর্কিত কৃষি বিল, ধ্বনি ভোটে জয় বিজেপি-র

বিরোধীদের প্রবল বাধা সত্ত্বেও লোকসভার পর রাজ‍্যসভাতেও পাশ হয়ে গেল বিতর্কিত কৃষি বিল। ধ্বনি ভোটের মাধ্যমে সংসদের উচ্চকক্ষে কেন্দ্র প্রবর্তিত তিনটি কৃষি অর্ডিন্যান্সের‌ মধ্যে দুটি অর্ডিন্যান্স পাশ হলো আজ। রাজ্যসভায় তুমুল বিক্ষোভের পর ধ্বনি ভোটে পাস হয় এই বিল। ধ্বনি ভোটে রায় যায় শাসক বিজেপি তথা এনডিএ-র পক্ষে। ফলে বিরোধী কংগ্রেস ও তৃণমূলের বিরোধিতা সত্ত্বেও রাজ্যসভায় পাস হয়ে যায় কৃষি সংক্রান্ত দুটি বিল। রাজ্যসভায় বিশৃঙ্খলা তৈরি হয়। তৃণমূল সদস্যরা কৃষি বিল নিয়ে আলোচনার সময় প্রতিবাদে গর্জে ওঠেন। রুল বুক দেখিয়ে ভাইস চেয়ারম্যানের সামনে কাগজ ছিঁড়ে দেন ডেরেক ও’ব্রায়েন। কংগ্রেসও প্রতিবাদে গর্জে ওঠে। এই বিলকে কৃষকদের মৃত্যু পরোয়ানা বলে ব্যাখ্যা করে কংগ্রেস। টিএমসির সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে ওয়েলে নেমে প্রতিবাদ চলে। তৃণমূল সাংসদরা ভোটাভুটির দাবি তোলেন কৃষি বিল পাস করা নিয়ে। রাজ্যসভায় আলোচনার সময় তৈরি হয় বিশৃঙ্খলা। যার জেরে স্থগিত গয়ে যায় রাজ্যসভা। কিন্তু রাজ্যসভা ফের চালু হতেই ধ্বনি ভোটে পাস হয় বিলটি। রাজ্যসভার আগে লোকসভায় তিনটি বিল পাস হয়। সেই তিনটি বিল হল, অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন, কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন এবং কৃষিপণ্যের দাম নিরুপণে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি। এই তিনটি বিলের মধ্যে শেষোক্ত দুটি বিল পেশ করা হয়েছে রাজ্যসভায়। তা রাজ্যসভাতেও পাস হয়ে গেল।