দেশ

‘কৃষি আইন কোনওভাবেই প্রত্যাহার নয়’, স্পষ্ট ভাবে জানাল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার

বিতর্কিত তিনটি কৃষক বিল বাতিল করবে না কেন্দ্রীয় সরকার। অন্য কিছু বিকল্প নিয়েও ভাবছে সরকার। এই বিষয়ে কৃষকদের সঙ্গেও কথা বলতে রাজি কেন্দ্র। বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। শুধু তাই নয়, আন্দোলনরত কৃষকদের আন্দোলন তুলে নেওয়ার জন্যেও আরও একবার দাবি করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তাঁর মতে, সরকার প্রস্তুত আলোচনার রাস্তায় হাঁটতে।কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার আন্দলরত কৃষকদের কাছে আবেদন করেন, যত দ্রুত সম্ভব আন্দোলন তুলে নিয়ে আলোচনার টেবিলে বসা হোক। কেন্দ্রীয় সরকার আলোচনার জন্যে প্রস্তুত। অন্যদিকে, নরেন্দ্র সিং তোমার জানান এই কৃষকদের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। এতে মান্ডিগুলির সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে নারকেল চাষে গুরুত্ব দিতে কোকোনাট বোর্ড আইন কার্যকর করা হবে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি জানিয়েছেন ওই বোর্ডের প্রেসিডেন্ট কোনও সরকারি আধিকারিক হবেন না। যিনি এই চাষের ব্যাপারে জানবেন, তাঁকেই প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হবে। নতুন কৃষি আইন বলবত্‍ হলে মান্ডিগুলির ওপর প্রভাব পড়বে না বলে এ দিন ফের একবার আশ্বস্ত করেছেন নরেন্দ্র সিং তোমার।