দেশ

কৃষক নেতা রাকেশ টিকাইতের কনভয়ে হামলা, গ্রেপ্তার বিজেপির ছাত্র নেতা সহ ৪

কৃষক নেতা রাকেশ টিকাইতের কনভয়ে হামলার অভিযোগ। ইট পাথর ছুঁড়ে কনভয়ের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি ছাত্র নেতাকে। ঘটনার নিন্দা করা হয়েছে বিরোধী দলগুলির তরফে। রাজস্থানের বনসুরে এক কৃষক সভায় যোগ দিতে যাচ্ছিলেন রাকেশ টিকাইত। মাঝপথে তারতারপুরের কাছে এক দল লোক কনভয় লক্ষ্য করে পাথর ছুঁড়তে আরম্ভ করে। পাথরে টিকাইতের গাড়ির কাচ ভাঙে। এমনকী কিছু দুষ্কৃতী টিকাইতকে উদ্দেশ করে কালিও ছোঁড়ে বলে অভিযোগ। তবে কনভয়ে থাকা পুলিশ টিকাইতকে নিরাপদে সেখান থেকে বার করে নিয়ে যায়। এই হামলার ঘটনা নিয়ে টিকাইত তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন।এমনকী রাজস্থানের বিরোধী দলের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলওয়ারের মৎস্য বিশ্ববিদ্যালয়ের বিজেপির ছাত্র সংসদের সভাপতি কুলদীপ যাদব-সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।