দেশ

কেন্দ্রের উপর চাপ বাড়াতে এবার দেশজুড়ে রেল পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুমকি দিলেন কৃষকরা

মোদি সরকারের উপর চাপ বাড়াতে এবার দেশজুড়ে রেল পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুংকার দিলেন প্রতিবাদী কৃষকরা। বিতর্কিত কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা যে কোনওভাবেই আন্দোলন প্রত্যাহার করবেন না, তা বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। প্রতিবাদ স্থলে সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে কৃষক নেতা বুটা সিং সাফ বলেন, ‘আমরা ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম, ওই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী আমাদের দাবি না মেনে বিতর্কিত কৃষি আইন বাতিল না করেন তাহলে রেল পরিষেবা স্তব্ধ করে দেব আমরা। এই আন্দোলনে গোটা দেশের মানুষ ট্রেন লাইনে নামবে। কিষান সংযুক্ত মোর্চা এই বিষয়ে তারিখ নিশ্চিত করে শীঘ্রই ঘোষণা করবে।’