গতকাল কেন্দ্র প্রস্তাব দিয়েছিল, দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখা হবে। এর মধ্যে নতুন কমিটি গঠন করে আলোচনা চলবে। কিন্তু এই প্রস্তাবেও নারাজ কৃষককুল। গতকাল কেন্দ্রের প্রস্তাবে তৎক্ষণাৎ কোনও জবাব দেয়নি কৃষক সংগঠনগুলো। তাঁদের অনেকেই বলাবলি করছিলেন যে, সুবিশাল ট্রাক্টর মিছিলের পরিকল্পনা সরকারকে টলিয়ে দিয়েছে। যাই হোক, ভাবা হয়েছিল দশম দফার বৈঠকের পর হয়তো সুর নরম হবে, কিন্তু কৃষকরা তাঁদের পুরনো অবস্থান অর্থাৎ আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রইলেন।
সুতরাং আপাতত ২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিলের প্রস্তুতি চলবে। কেন্দ্রের তরফে বলা হয়েছিল, সাধারণতন্ত্র দিবসের দিন এই প্রতিবাদ কর্মসূচি ভাল দেখাবে না। সুপ্রিম কোর্টকে আবেদনও করা হয়েছিল যাতে এই মিছিল বন্ধ করা যায়। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, কৃষকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না। কৃষক সংগঠন অবশ্য জানিয়েছে, রাজপথে হতে চলা ঐতিহ্যবাহী প্যারেডে বিন্দুমাত্র অসুবিধা করবে না তাঁদের ‘ট্রাক্টর প্যারেড’।