কৃষকদের প্রতিবাদ বিক্ষোভের মাঝেই এবার “মন কি বাত”-এ ফের কৃষি বিল নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী । কীভাবে এই নতুন বিল কৃষকদের সাহায্য করবে এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলবে সেই বিষয়টি উঠে আসে তাঁর কথায় । প্রধানমন্ত্রী বলেন, কোরোনা প্যানডেমিকেও দেশের কৃষিক্ষেত্রের দৃঢ়তা কৃষকদের শক্তিরই প্রমাণ দেবে । যা আত্মনির্ভর ভারতের ভিত্তি । আত্মনির্ভর ভারত গড়তে কৃষকরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । যদি কৃষকরা শক্তিশালী হয় দেশও শক্তিশালী হবে । কৃষি বিলের বিরুদ্ধে প্রথম থেকেই সরব বিরোধী দলগুলি । সংসদে বিল পাশ হওয়ার পর সরব হয় কৃষক সংগঠনগুলিও । ভারত বনধের ডাক দেয় তারা । তাদের আশঙ্কা, এই বিলের জেরে তাদের ফসল উৎপাদনের স্বাধীনতা খর্ব হবে । আধিপত্য চলে যাবে কর্পোরেটদের হাতে । ন্যূনতম সহায়ক মূল্য নির্দিষ্ট না হওয়ায় যে কোনও দামে ফসল বিক্রি করতে বাধ্য হবেন তাঁরা । কিন্তু প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বিরোধীরা ভুল বোঝাচ্ছে । আজ মন কি বাতেও তাঁর সেই বক্তব্যই ফিরে আসে । তিনি বলেন, “কৃষকরা যে কাউকে ইচ্ছে ফসল বিক্রি করতে পারবে । এই বিলে আসলে লাভ হবে কৃষকদেরই । কৃষি বিল তাঁদের শক্তি । এখন তাঁরা জমিতে ইচ্ছেমতো ফসল বিক্রি করতে পারবেন । শুধুই সবজি এবং ফসল নয়, গম, চাল ইত্যাদিও বিক্রি করতে পারবেন ।”