দেশ

আগামীকাল থেকে অনশনে কৃষকরা, আন্দোলনকে সমর্থন করে ইস্তফা পঞ্জাবের ডিআইজি-র

আগেই অনশন কর্মসূচির কথা জানিয়েছিলেন আন্দোলনরত কৃষকরা । এবার কৃষকদের তরফে নির্দিষ্ট করা জানিয়ে দেওয়া হল, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা অবধি অনশন আন্দোলন করবেন তাঁরা । এছাড়াও বিভিন্ন জায়গায় ধরনা চলবে আগের মতোই ।কৃষি আইন বাতিলের দাবিতে সিঙ্ঘু সীমান্তে আন্দোলন অব্যাহত রেখেছেন কৃষকরা । এখনও কোনও রফাসূত্র মেলেনি । ইতিমধ্যে ১১টি রাজনৈতিক দল সমর্থন করেছে আন্দোলন । বিপাকে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সঙ্গে বৈঠক করেছেন । তবে কৃষকরা আইন সংশোধন নয়, বাতিলের দাবিতে অটল থাকায় সমাধান হয়নি সমস্যার । এর মধ্যে ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দেন কৃষকরা । দেখতে দেখতে ১৮ দিনে পড়ল কৃষক আন্দোলন । ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আন্দোলনকে সমর্থন করে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেছেন । ক্রিকেটার যুবরাজ সিং কৃষকদের পাশে থাকতে এবছর জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন । এদিকে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে ইস্তফা দিলেন পঞ্জাবের ডিআইজিও ।  আমি আগে একজন কৃষক,তারপর পুলিশ ‘. আন্দোলনকারী কৃষকদের সমর্থনে এহেন মন্তব্য করে পঞ্জাবের ডিআইজি পদ থেকে ইস্তফা দিলেন আইপিএস লক্ষীন্দর সিং ঝাকর। শনিবারই তাঁর ইস্তফাপত্র জমা দেন ঝাকর। এই ইস্তফার খবরের সত্যতা নিশ্চিত করেছেন পঞ্জাবের এডিজিপি (কারা ) প্রবীণ কুমার সিনহা ডিআইজি। পঞ্জাবের কারা বিভাগের ডিআইজি পদে কর্মরত ছিলেন ঝাকর।এই ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন তাঁর পদত্যাগ যেন অবিলম্বে মঞ্জুর করা হয়। এর জন্য তিন মাসের বেতন ও অন্যান্য পাওনা জমা করতেও প্রস্তুত তিনি।  এরপর আগামী কয়েকদিনের মধ্যে দ্রুত দিল্লিতে গিয়ে আন্দোলনে যোগ দেবার কথাও জানিয়েছেন এই পদত্যাগী অফিসার।এই পরিস্থিতিতে আগামীকাল একদিনের অনশন ধরনায় বসতে চলেছেন কৃষকরা । যা চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত । রবিবার দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে এই কথা জানালেন কৃষক নেতা গুরনাম সিং চিদোনি ।