দেশ

কৃষি বিলের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ কৃষকদের

কেউ শুয়ে পড়েছেন রেললাইনের উপরে। কেউ বা বড় বড় পা ফেলে এগোচ্ছেন। কারও হাতে ঝান্ডা আছে। কেউ স্লোগানে ব্যস্ত। কোথাও আটকানো হয়েছে রাস্তা-কৃষকদের এই নানা চেহারা দেখেছে শুক্রবারের ভারত। সদ্য পাশ হওয়া তিনটি কৃষি বিলের বিরুদ্ধে শুক্রবার কৃষক সংগঠনগুলি দেশজোড়া বন্‌ধের ডাক দিয়েছিল। কংগ্রেস, তৃণমূল সহ দেশের অধিকাংশ বিরোধী দল নীতিগত সমর্থন জানায় এই বন্‌ধকে। পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন জায়গা ছাড়াও কর্ণাটক, মহারাষ্ট্র, বিহারেও হয়েছে প্রতিবাদ বিক্ষোভ।
পাঞ্জাব ও হরিয়ানাতে এই বন্‌ধের প্রভাব ছিল সবচেয়ে বেশি। অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, আম্বালা, চণ্ডীগড়-সহ সেখানকার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছেন বিভিন্ন কৃষক সংগঠনগুলি। সেখানে বহু ট্রেন বাতিল করতে হয়েছে।