দেশ

যতদিন মোদি ক্ষমতায় থাকবেন ততদিন আন্দোলন চালাতে প্রস্তুত, কৃষি আইনের প্রতিবাদে কড়া হুঁশিয়ারি কৃষকদের

মোদি সরকার যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন জারি রাখবেন কৃষকরা। এমনই হুঙ্কার দিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষিআইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। দিল্লি চলোর অভিযান শুরু করার আগে আন্দোলনে আরও ঝাঁঝ বাড়াতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কৃষক সংগঠনগুলি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আক্রমণ শানিয়ে বলেছেন আগে এঁরাই কৃষিবিলের সমর্থন করেছিলেন। এখন তা কার্যকর হওয়ার পর বিরোধিতা শুরু করেছে। কৃষকদের ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। পর পর ৫টি বৈঠক ব্যর্থ হয়েছে। অমিত শাহের সঙ্গে কৃষক প্রতিনিধিদের বৈঠকেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। প্রায় ২০ জন কৃষক প্রাণ হারিয়েছেন এই বিক্ষোভে এমনই দাবি করেছেন বিক্ষোভকারীরা। প্রবল ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করে চলেছেন তাঁরা। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে তাঁদের খাবার ও গরম পোশাক দেওয়া হচ্ছে।