দেশ

অনুচ্ছেদ ৩৭০ ফেরাতে জম্মু-কাশ্মীরের মহাজোট গড়বে আবদুল্লা-মুফতি

জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার ফিরিয়ে আনতে জোট গড়বে ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স ও মেহবুবা মুফতির পিপলস্‌ ডেমোক্র‌্যাটিক পার্টি। বৃহস্পতিবার এনসি নেতার বাড়িতে গুপকার ঘোষণাপত্র নিয়ে বৈঠকে হাজির ছিলেন সদ্য মুক্তি পাওয়া মেহবুবা মুফতি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৈঠকে ফারুক আবদুল্লা বলেন, ‘‘‌‌এই জোটের নাম দেওয়া হয়েছে, ‘‌গুপকার ঘোষণাপত্রের লক্ষ্যে মানুষের জোট’‌। এটা সাংবিধানিক লড়াই। ২০১৯–এর ৫ আগস্টের আগে এখানকার মানুষকে যে বিশেষ অধিকার দেওয়া হত, ভারত সরকারকে তা ফিরিয়ে দিতে হবে। গত ১৩ অক্টোবর বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর মেহবুবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক ও ওমর আবদুল্লা।  গত আগস্ট মাসেই গুপকার ঘোষণাপত্রের রূপরেখা তৈরি করে ফেলেছে বাম–কংগ্রেস সহ উপত্যকার আরও চারটি রাজনৈতিক দল। কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেছে ওই ছয়টি দল। বৈঠকে বসে ইস্তেহার তৈরি করেছেন নেতারা। ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন কংগ্রেসের গোলাম আহমেদ মির, সিপিএমের মহম্মদ ইউসুফ তারিগামি ছাড়া ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা, পিডিপি-র মেহবুবা মুফতি, পিপল্‌স কনফারেন্সের সাজ্জাদ গনি লোন এবং আওয়ামি ন্যাশনাল কনফারেন্সের মুজফ্ফর শাহ।