ক্রাইম দেশ

স্ত্রীর সঙ্গে বচসা! উত্তরপ্রদেশে ৪ সন্তানকে গলা কেটে খুন করে আত্মঘাতী বাবা

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে মর্মান্তিক ঘটনা। চার সন্তানকে খুন করে নিজেও আত্মহত্যা করলেন বাবা। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। ফরেন্সিক দল সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতদের মধ্য়ে ২ জন মেয়ে, একজন ছেলে। রাজীব নামের ওই ব্যক্তি তাঁর চার নিষ্পাপ সন্তানকে গলা কেটে খুন করেছেন। এর পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বর্তমানে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে রোজা থানা এলাকার মানপুর চাচারি গ্রামে। এই গ্রামের বাসিন্দা রাজীব স্ত্রী ও চার সন্তানকে (তিন মেয়ে এবং এক ছেলে) নিয়ে থাকতেন। রাতে রাজীব তাঁর ১৩ বছরের মেয়ে স্মৃতি, ৯ বছরের মেয়ে কীর্তি, ৭ বছরের মেয়ে প্রগতি এবং ৫ বছরের ছেলে ঋষভকে গলা কেটে নির্মমভাবে খুন করে। সন্তানদের খুন করার পর রাজীবও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জানা যাচ্ছে, রাজীবের স্ত্রী বাপের বাড়িতে গিয়েছিলেন। রাজীবের বাবা বাড়ির বাইরে ঘুমাচ্ছিলেন। সকালে, বাবা যখন দরজা খোলার চেষ্টা করেন, তখন তিনি দেখেন দরজা ভেতর থেকে বন্ধ । এরপর কোনওভাবে ঘরের ভেতরে ঢুকে মর্মান্তিক দৃশ্য দেখেন। তাঁর চার নাতি-নাতনির রক্তাক্ত মৃতদেহ সেখানে পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।