দেশ

 কুনো জাতীয় উদ্যানে ফের এক চিতার মৃত্যু

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে আনা চিতার মড়ক কিছুতেই থামছে না। বুধবার সকালে জঙ্গলের ভিতর থেকে ধাত্রী নামে একটি মহিলা চিতার নিথর দেহ উদ্ধার করা হয়। এ নিয়ে কুনোর জঙ্গলে ৯টি চিতার মৃত্যু হল। কীভাবে ধাত্রীর মৃত্যু হল, তার কারণ জানতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘প্রজেক্ট চিতা’র অংশ হিসেবে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি এবং নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল। ২০টি চিতাই ছাড়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে। গত মার্চে নামবিয়া থেকে আনা স্ত্রী চিতা ‘জ্বালা’ চারটি শাবকের জন্ম দিয়েছিল। ফলে চিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৪। কিন্তু গত মার্চ মাসের শেষের দিকেই চিতার মৃত্যুমিছিল শুরু হয়। ২৭ মার্চ কিডনিতে সংক্রমণের কারণে মৃত্যু হয়েছিল নামিবিয়া থেকে আনা পাঁচ বছর বয়সী স্ত্রী চিতা শাসার। আর তার এক মাস যেতে না যেতে গত ২৪ এপ্রিল মারা যায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা পুরুষ চিতা উদয়। পুরুষ চিতাটির মৃত্যুর কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল, ‘কার্ডিয়ো পালমোনারি ফেলিওর’-কে।