কলকাতা

বিধান সরণি ও কাশীবোস লেনের সংযোগস্থলে ট্রাম লাইনের নীচে সুড়ঙ্গ থেকে উদ্ধার হল মহিলার অর্ধনগ্ন পচন ধরা দেহ

মাটি খুড়ে শান বাঁধানো ট্রাম লাইনের নীচ থেকে উদ্ধার হল মহিলার পচন ধরা দেহ। শনিবার দুপুরে এই ঘটনায় বিধানস সরণি এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মহিলার নাম এখনো জানা যায়নি। কী ভাবে তাঁর মৃত্যু হল তাও স্পষ্ট নয়। খাস কলকাতায় বিধান সরণিতে শান বাঁধানো ট্রাম লাইনের নীচে কী করে তাঁর দেহ পৌঁছল তাও বুঝতে পারছেন না তদন্তকারীরা। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন ধরে বিধান সরণি ও কাশীবোস লেনের সংযোগস্থলে হালকা পচাগন্ধ বেরচ্ছিল। আজ আরও তীব্র গন্ধ বেরোতেই থানায় খবর দেন এলাকার বাসিন্দারা। বড়তলা থানার আধিকারিকরা এসে ওই জায়গাটা ঘিরে দেন। তারপর খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয় কর্পোরেশনের তরফে। কিছুটা মাটি সরিয়ে দেওয়ার পর পাশে শান বাঁধানো ট্রাম লাইনের নীচে সুড়ঙ্গ থেকে এক মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার হয়।শরীরের উপরের অংশে টি-শার্ট। নীচের অংশে কোনও পোশাক নেই। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পথ চলতি মানুষের ভিড় জমাতে থাকে। দেহ উদ্ধার করে কলকাতা পুলিশের শবদেহবাহী গাড়ি করে ময়নাতদন্ত করতে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন কুমার গুপ্ত ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, এখানে ভোটের সময় KMCর কাজ হয়েছিল। তখন মহিলা গর্তে পড়ে গিয়ে থাকতে পারেন। নইলে ট্রাম লাইনের নীচে কেউ ঢুকবে কী করে। আর এত জনবহুল এলাকায় দেহ লোপাট করাও অসম্ভব। দেহ উদ্ধার করে আপাতত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা। রিপোর্ট এলে জানা যাবে মহিলার মৃত্যু ঠিক কবে হয়েছিল। সেই সূত্র ধরে তদন্ত শুরু করতে পারবেন পুলিশ আধিকারিকরা।