কলকাতা

কলকাতার মিলেনিয়াম জেটি থেকে খড়দা পর্যন্ত শুরু হল ফেরি পরিষেবা

কলকাতার মিলেনিয়াম জেটি থেকে খড়দা পর্যন্ত শুরু হল ফেরি পরিষেবা । লোকাল ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করেই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চালু করল এই পরিষেবা । দীর্ঘ ছ’মাস বন্ধ লোকাল ট্রেন পরিষেবা । স্বাভাবিকভাবেই একটি বিরাট সংখ্যক মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছে । তাই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে চালু করেছে এই ফেরি পরিষেবা । মিলেনিয়াম পার্কের শিপিং জেটি থেকে ছেড়ে বাগবাজার হয়ে যাবে খড়দা পর্যন্ত । পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ থেকে চালু হয়েছে এই পরিষেবা । সকাল ৮: ৪৫ -এ খড়দা থেকে ফেয়ারলি প্লেসের জন্য ছেড়েছে ফেরি । এরপর আবার বিকেল ৫:৪৫-এমিলেনিয়াম পার্কের শিপিং জেটি থেকে খড়দার জন্য ছাড়বে । যাতায়াতের পথে ফেরিটি বাগবাজারে থামার কথা । ফেরির ভাড়া মাথা পিছু ৪০ টাকা । পরিবহন দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, “কোরোনা পরিস্থিতিতে যেহেতু লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে এবং যাঁরা শহরতলীর থেকে কাজের জন্য কলকাতায় আসেন তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে । তাঁদের কথা বিবেচনা করে এই নতুন ফেরি পরিষেবা শুরু করার চিন্তাভাবনা করা হয় । প্রথম পর্যায়ে আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই পরিষেবাটি চালু থাকবে । এরপর পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয় পর্যায মেয়াদ বাড়ানো হবে ।”