আজ থেকে চালু হয়ে গেল ফেরি পরিষেবা। করোনা সংক্রমণের বিষয়ে মাথায় রেখে মোট আসনের ৪০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল জলযান। প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। জলপথ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রত্যেককে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে ডিউটি করতে হবে এবং পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আপাতত নিরাপত্তার কারণে অল্প সংখ্যক যাত্রী নিয়েই এখন পরিষেবা চালু হচ্ছে। ছোট লঞ্চগুলিকে প্রথমে এই পরিষেবার কাজে ব্যবহার করা হবে। দীর্ঘদিন লকডাউনের কারণে জলপথ পরিষেবা এতদিন বন্ধ ছিল। সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। এখন ৭১দিন পর অবশেষে এই পরিষেবা চালু হতে চলায় এর ফলে উপকৃত হবেন লঞ্চের যাত্রীরা।পরিস্থিতি বুঝে পরে বাড়ানো হতে পারে যাত্রীর সংখ্যা।