কলকাতা

আজও হাওড়া-বাবুঘাট ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ

বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চ সার্ভিস রবিবার বন্ধ ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে সোমবারেও তা বন্ধই রইল। সেই মর্মে টিকিট কাউন্টারের নোটিশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রিমল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসনও। শনিবার থেকেই জেলাজুড়ে বন্ধ ফেরি সার্ভিস। গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। শনিবার থেকে আগামী তিন দিন ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে জেলার সমস্ত ফেরিঘাটগুলি। এমনই নোটিশ ঝোলানো হয়েছে জেলার সমস্ত ফেরিঘাট গুলিতে। সকাল থেকেই ফেরি পারাপার করতে আসা যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে, তবে সতর্কতার কারণে ঘুরপথ অবলম্বন করছেন যাত্রীরা।