কলকাতা বিমানবন্দরে আজ ও আগামীকাল বায়ুসেনার যুদ্ধ বিমানের মহড়া। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের দাবি, সেনাবাহিনীর সারা বছরের পরিকল্পনার মধ্যেই এই ধরনের মহড়ার উল্লেখ থাকে। তবে চিনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কলকাতা বিমানবন্দরের মত অসামরিক বিমান বন্দরকে ব্যবহার করে যুদ্ধজাহাজ নিয়ে মহড়াকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অনেকেই যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। যদিও প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের দাবি, সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী যুদ্ধের সময় দেশের সমস্ত বিমান বন্দরে তাদের নিয়ন্ত্রণে চলে যায়। সে ক্ষেত্রে অসামরিক বিমান বন্দরে কীভাবে যুদ্ধ জাহাজের অপারেশন চালিয়ে যাওয়া সম্ভব, সেটা দেখার জন্যই সময়ে সময়ে দেশের বিভিন্ন অসামরিক বিমান বন্দরগুলিতে এই ধরনের মহড়া অনুষ্ঠিত হয়। সেজন্য যাত্রী পরিষেবায় যাতে সমস্যা না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হয়।