মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় যাত্রার আগেই জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-র অধীন নয়টি জেলার যাবতীয় পাওনা মিটিয়ে দিল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজ শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বহুদিন আগেই তাঁদের বকেয়া বেতন পেয়ে গিয়েছেন। অথচ নিজেদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত ছিলেন ওই এলাকার ন’টি কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কিন্তু গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়েই তৎপরতা শুরু করে রাজ্য প্রশাসন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক দাবিদাওয়া মেটাতে অর্থ মঞ্জুর করল রাজ্যের অর্থ দফতর। এই খাতে প্রায় আট কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।