বিনোদন

‘জঙ্গির সঙ্গে কৃষকদের তুলনা’, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ফের একবার বিপাকে পড়লেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন দিল্লি শিখ গুরুদ্বার পরিচালন কমিটির সভাপতি মনজিন্দর সিং সির্সা ৷ অভিযোগটি দায়ের হয় শনিবার ৷ সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক এবং অবমাননাকর পোস্ট করার জন্যই এই পদক্ষেপ করেছেন মনজিন্দর ৷ একইসঙ্গে কঙ্গনাকে দেওয়া পদ্মশ্রী সম্মানও কেড়ে নেওয়ার দাবি তুলেছেন তিনি ৷ মনজিন্দর বলেন, ‘‘কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে কঙ্গনা যে ধরনের মন্তব্য করেছেন, যেভাবে তিনি আন্দোলনরত কৃষকদের সঙ্গে খালিস্তানি জঙ্গিদের তুলনা করেছেন, তা অনভিপ্রেত ৷’’ ইনস্টাগ্রামে কঙ্গনা যে ধরনের বিদ্বেষমূলক পোস্ট করেছেন, তার জন্য তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন মনজিন্দর ৷ এই বিষয়ে কেন্দ্র যাতে দ্রুত পদক্ষেপ করে, সেই দাবি তুলেছেন তিনি ৷ মনজিন্দর মনে করেন, কঙ্গনার সরকারি নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত ৷ কেড়ে নেওয়া উচিত তাঁর পদ্মশ্রী ৷ কঙ্গনা প্রসঙ্গে মনজিন্দর বলেন, ‘‘ওঁকে হয় মানসিক হাসপাতালে দেওয়া উচিত অথবা কারাগারে বন্দি করে রাখা উচিত ৷’’

প্রসঙ্গত, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নাম না করেই খালিস্তানি জঙ্গিদের কথা টেনে আনেন ৷ লেখেন, যাঁরা দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন, তাঁদের তিনি পিষে দিয়েছিলেন ৷ কঙ্গনার ভাষায়, ‘‘আজ হয়তো খালিস্তানি জঙ্গিরা সরকারের হাত মুচড়ে দিয়েছে, কিন্তু একজন মহিলাকে ভুলবেন না ৷ একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, যিনি এঁদের জুতোর নীচে পিষে দিয়েছিলেন ৷’’ একইসঙ্গে কঙ্গনা ইন্দিরা গান্ধি প্রসঙ্গে বলেন, ‘‘তিনি এই দেশকে যতই কষ্ট দিয়ে থাকুন না কেন, নিজের প্রাণের বিনিময়ে তিনি ওঁদের (খালিস্তানি জঙ্গিদের) মশার মতো পিষে দিয়েছিলেন ৷ কিন্তু, দেশকে খণ্ডিত হতে দেননি ৷ এমনকী, মৃত্যুর কয়েক দশক পরও তাঁর নাম শুনে ওঁরা কেঁপে ওঠেন ৷ এঁদের ওইরকমই গুরু চাই ৷’’