উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের হল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। শিলিগুড়ি কমিশনারেট দুটি থানায় দুই নেতার নামে মোট তিনটি করে এফআইআর করেছে বলে জানা গিয়েছে। দুটি এফআইআর হয়েছে নিউ জলপাইগুড়ি থানায়, একটি হয়েছে শিলিগুড়িতে। হিংসা ছড়ানো, অশান্তি সৃষ্টি, সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশকে হেনস্থা, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, পুলিশকে নিগ্রহ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে কৈলাস, দিলীপ সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে।সোমবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা। বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। গজলডোবার বাসিন্দা উলেন রায় নামের এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। তা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাদের কর্মীর। পাল্টা তৃণমূলের বক্তব্য, পুলিশ গুলি চালায়নি। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, শট গানের ছররা বুলেট লেগে তাঁর মৃত্যু হয়েছে। যে বন্দুক পুলিশ ব্যবহার করে না।