কলকাতার বউবাজারে রাসায়নিক গুদামে আগুন। দিনের শুরুতেই অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সেখানকার বি বি গাঙ্গুলী স্ট্রিটের একটি বহুতলের বেসমেন্ট ছিল রাসায়নিক গুদাম। সেখানেই আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, আচমকা গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। রাসায়নিক দ্রব্যের ড্রাম বিস্ফোরণ হয়েছে বলেও জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। সরু গ্লির কারণে প্রথমে গুদামে ঢোকা না গেলেও, কিছুক্ষণের চেষ্টায় বেসমেন্টে পৌঁছেছেন দমকলকর্মীরা। এলাকা ঘিঞ্জি এবং জনবসতি পূর্ণ হওয়ায় ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ওই বহুতলে রয়েছে আবাসন এবং অফিস। স্বাভাবিক ভাবেই বহুতলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দমকলকর্মীরা তাঁদের বের করে আনছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।