কলকাতা

কেওড়াতলায় দোকানে আগুন, ঘটনাস্থলে ফিরহাদ হাকিম

বুধবার সকালে কেওড়াতলা মহাশ্মশানের উল্টোদিকের একটি দোকানে আগুন লেগে যায়। আগুনে দোকানের পিছনে থাকা কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাচক্রে সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল পুরসভার জলের গাড়ি। গাড়ি থামিয়ে স্থানীয়রাই জল দিয়ে দোকানের আগুন নেভান।  পুড়ে ছাই হয়ে যায় কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেওড়াতলা মহাশ্মশানের উল্টোদিকের একটি দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি বাড়িও।  বুধবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে কেওড়াতলা মহাশ্মশানের উল্টো দিকের একটি দোকানে আগুন লেগে যায়। আগুনে দোকানের পিছনে থাকা কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাচক্রে সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল পুরসভার জলের গাড়ি। গাড়ি থামিয়ে স্থানীয়রাই জল দিয়ে দোকানের আগুন নেভান। অগ্নিদগ্ধ হয়ে একজন ব্যক্তি জখম হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। এর কিছু সময়  পরে ওই এলাকা দিয়ে নবান্নের উদ্দেশে যাচ্ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কালীঘাটে ঘটনাস্থলের কাছে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ি পরিদর্শনের পর স্থানীয়দের সঙ্গে কথাও হয় তাঁর। তিনি আশ্বাস দেন এই দুর্ঘটনায় যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়োজনে তাঁদের বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি বানিয়ে দেওয়া হবে।