জেলা

লেকটাউনের জয়া সিনেমা হলে অগ্নিকাণ্ডে অগ্নিদ্বগ্ধ ২, ঘটনাস্থলে ফরেন্সিক দল

গতকাল রাতে হঠাত্‍ই আগুন লেগে যায় লেকটাউনের জয়া সিনেমা হলে। আর ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে অগ্নিদ্বগ্ধ হন ২ জন। তাঁর মধ্যে ১ জন মহিলা। দমকলের ১৫ ইঞ্জিনের সাহায্যে আড়াই ঘণ্টা ধরে যুদ্ধকালীন তত্‍পরতায় চলে আগুন নেভানোর কাজ। আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিদ্বগ্ধ হন সিনেমা হলের নিরাপত্তারক্ষী ও তাঁর স্ত্রী। আরজিকরে ভরতি রয়েছেন নিরাপত্তারক্ষীর স্ত্রী অঙ্কিতা সিং। চিকিত্‍সা চলছে। এখন স্থিতিশীল রয়েছেন তিনি। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। এ প্রসঙ্গে সুজিত বসু বলেন, সিমেমা হলের উপরে রান্না করা হচ্ছিল। সেখান থেকেই লেগেছে আগুন। দমকলবাহিনী কাজ করছে। সিমেমা হলের ৪ তলায় আগুন নেভানোর জন্য পাশের বাড়ির ছাদ থেকে জল দেওয়া শুরু করে দমকল বাহিনী। তবে কীভাবে লাগল এই আগুন তা খতিয়ে দেখতে আজ ফরেন্সিক দল আসবে।’‌