তৃণমূল বিধায়কের মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মদন মিত্রের পাঁচ বছরের নাতি। আজ সকালে ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। একতলায় আগুন লাগার এদিন সকালে প্রাণভয়ে সবাই বাড়ির বাইরে বেড়িয়ে আসেন। এদিন মদন মিত্র জানান, ‘দেড়শো বছরের পুরনো বাড়ি। প্রথম এমন ঘটনা ঘটল। কাল দক্ষিণেশ্বর থেকে এই বাড়িতে ফিরি। সকালে আমার সঙ্গে খেলতে ঘুম থেকে উঠেই উপরে আমার ঘরে চলে আসে। তাই জন্য রক্ষা পেয়েছে।’ তবে মদন মিত্র জানিয়েছেন, ‘ঈশ্বরের কৃপায় কারও প্রাণ যায়নি সেটাই রক্ষা। ওই ঘরে আমার স্ত্রী শোয়, নাতিও থাকে। তাঁদের কিছু হয়নি তাই জন্য আমি ঈশ্বরের কাছে ধন্য।’ এদিন সকালে জল খেতে উঠে দেখেন ঘর ভর্তি ধোঁয়া। বুঝতে পেরে বাড়ির সবাইকে নিয়ে বাইরে চলে আসেন মদন মিত্র। মদন মিত্র জানিয়েছেন, দমকলমন্ত্রী সুজিত বোসকে ফোন করেছিলেন। তাঁর ফোন পেয়ে দ্রুততার সঙ্গে সাহায্য করেছেন সুজিত বোস। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মদন মিত্র। সেইসঙ্গে দমকল বিভাগ ও রাজ্য সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।