আগুন লেগেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ৷ রাশিয়া ইউক্রেনের এনেরহোডারে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা করেছে রাশিয়া ৷ বৃহস্পতিবার গভীর রাতে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী ৷ প্ল্যান্টের এক আধিকারিক জানিয়েছেন, অবিরাম বোমা বর্ষণের মধ্যে এই আগুন নেভানো সম্ভব হচ্ছে না ৷ ইউক্রেনের নিরাপত্তা সংস্থা স্ট্রার্টকম সেন্টার একটি টুইট করে জানিয়েছে, “রাশিয়া এখন ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বোমা ফেলছে ৷ প্রতিটি দেশ ফের চিন্তা করে দেখুক, আমাদের কী চাইছি ৷ পুতিন থামবে না, যদি না তাকে থামানো হয় ৷” টুইট করেছেন ইউক্রেনের উদ্বিগ্ন বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা ৷ তিনি চেরনোবিল বিপর্যয়ের কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, “রাশিয়ার সেনা সব দিক থেকে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গুলি চালাচ্ছে ৷ এটা ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ৷ ইতিমধ্যে আগুন লেগে গিয়েছে ৷ যদি কোনওভাবে এতে বিস্ফোরণ হয়, তাহলে তা চেরনোবিলের থেকে ১০ গুণ ভয়ঙ্কর হবে ৷ রাশিয়ার এখুনি এই গোলাগুলি বন্ধ করা উচিত ৷ আমাদের দমকলবাহিনীকে আগুন নেভানোর সুযোগ দিক ৷ একটা নিরাপদ জায়গা তৈরি করতে হবে ৷” এর মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সিও এই নিয়ে টুইট করে জানিয়েছে, আইএইএ জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গোলাগুলি চালানোর খবর পেয়েছে ৷ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা ইউক্রেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ এমনকি গোলাগুলি থামানোর আবেদন করেছেন সংস্থার আধিকারিক ৷ আরও একটি টুইট করে আইএইএ জানিয়েছে, “সংস্থার আধিকারিক ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমগালের সঙ্গে কথা বলেছেন ৷ ভয়াবহ পরিস্থিতি নিয়ে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইউক্রেনের নিউক্লিয়ার রেগুলেটর এবং অপারেটরের সঙ্গেও কথা হয়েছে ৷ অনুরোধ করছি, এই আক্রমণ থামানো হোক ৷ রিঅ্যাক্টর বিস্ফোরণ হলে সাংঘাতিক বিপদ ঘটতে পারে ৷”