সাত সকালে তপসিয়া রোড আগুনে পুড়ে ছাই জুতোর কারখানা। সেই আগুনেই পুড়ে ছাই হয়ে গেল একটি জুতোর কারখানা। তবে মন্দের ভালো হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকলের ১০টি ইঞ্জিন ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়ছে। এদিন ভোর ৫টা নাগাদ জুতো তৈরির ওই কারখানা থেকে কালো ধোঁয়া বার হতে দেখেন এলাকার বাসিন্দারা। কারখানায় কোনও ভাবে আগুন লেগেছে এটা বুঝতে পেরেই তাঁরা দ্রুত খবর দেন দমকলকে। এরপরেই একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু ঘিঞ্জি পরিবেশে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকল সূত্রেই জানা গিয়েছে, জুতো তৈরির ওই কারখানায় চামড়া, আঠার মতো বহু দাহ্য পদার্থ মজুত ছিল। তাই আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। কারখানার প্রচুর সামগ্রী নষ্ট হয়েছে বলেও প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন।