দেশ

হায়দরাবাদের ইলেকট্রিক স্কুটারের শো-রুমে আগুন, মৃত ৮

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সেকেন্দ্রাবাদের একটি ইলেকট্রিক স্কুটারের শো-রুমে। স্থানীয়দের তরফে জানা গিয়েছে, গভীর রাতে ইলেকট্রিক স্কুটারের ওই শো-রুমে আগুন লাগে। পার্শ্ববর্তী রেস্তোঁরা ও লজে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ির নীচে ছিল ইলেকট্রিক স্কুটারের শো-রুম। সেখানে বেশকিছু স্কুটার চার্জে বসানো ছিল। পুলিশের অনুমাণ শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আটকে যান ২৪ জন। দমকল কর্মীরা মই ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেছেন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে নামেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের মতে, আগুনের হাত থেকে প্রাণে বাঁচতে অনেকেই দ্বিতীয় ও তৃতীয় তল থেকে ঝাঁপ দিতে দেখা গিয়েছে।