জেলা

হাওড়ায় পরপর ৩টি বাসে আগুন

হাওড়ায় পরপর তিনটি বাসে আগুন। রবিবার দুপুরে এই প্রশ্নই বড় হয়ে দাঁড়াল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের সামনে অগ্নিকাণ্ডের ঘটনায়। শেষ পর্যন্ত দমকলের দু’‌টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বাসগুলি এখানে দাঁড়িয়ে থাকে। অভিযোগ, স্টেডিয়ামের সামনে যেখানে এই বাসগুলি দাঁড় করিয়ে রাখা হয় সেখানে এরকম পার্কিংয়ের কোনও অনুমতি নেই। চলাফেরার অসুবিধা হলেও এই পার্কিং সরিয়ে দিতে প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই এই স্কুল এবং টুরিস্ট বাসগুলি দাঁড়িয়ে থাকে। এখন যেহেতু স্কুল বন্ধ, তাই বাসের সংখ্যা আরও বেশি।
এদিন কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা গিয়ে দেখেন ৩টি বাস জ্বলছে। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি দাঁড়িয়ে থাকা আরও দু’‌একটি বাসে আগুন ছড়িয়ে যায়। যদিও শেষ পর্যন্ত নিভিয়ে ফেলা হয়।দুর্ঘটনাবশত আগুন না অন্তর্ঘাত? তদন্তে নেমেছে পুলিশ।