জেলা

ভরসন্ধ্যায় ময়নাগুড়িতে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন

ভরসন্ধ্যায় একটি যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন ধরে গেল ময়নাগুড়িতে। তবে যাত্রীদের সুস্থ অবস্থাতেই নামিয়ে আনা গিয়েছে বলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আজ, সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায়। জানা গিয়েছে, একটি সরকারি যাত্রীবোঝাই বাস বানারহাট থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ময়নাগুড়ি রোড এলাকায় আচমকাই গাড়িতে আগুন লেগে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তড়িঘড়ি তাঁদের নামিয়ে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিস। খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রেও। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ময়নাগুড়ি দমকল কেন্দ্রের ওসি কৃষ্ণগোপাল ঘোষ বলেন, কী কারনে বাসটিতে আগুন লেগে গিয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। গাড়িটি পরীক্ষা করে দেখা হচ্ছে।