ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমে আগুন লেগেছে। বুধবার গভীর রাতে ইডেনের ড্রেসিং রুমে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন চলে আসে। দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। জানা গিয়েছে, এদিন রাত ১১টা ৫৫ মিনিট নাগাদ অ্যাওয়ে ম্যাচের ড্রেসিং রুম থেকে ধোঁয়া বের হতে দেখে ইডেনের কর্মীরা। জানা গিয়েছে, ড্রেসিং রুমের কাঠের ফলস সিলিং থেকে আচমকাই ধোঁয়া বের হয়। ওই ড্রেসিং রুমের ঠিক বাইরেই চলছিল ইডেনের পুনর্নিমাণের কাজ। মূলত, দমকলবাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ড্রেসিম্নগ রুমের ফলস সিলিংযের একাংশ ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দমকলের তরফে প্রাথমিক অনুমান করা হয়েছে যে, সট সার্কিটের কারণে এই আগুন লাগতে পারে।