“পেনশন সংক্রান্ত নোটিশ নাকি ভুয়ো, দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম। হাজার কোটি দেনার দায় মাথায় থাকলেও পেনশন ও বেতন নির্দিষ্ট সময়েই পাবেন পৌরকর্মীরা”, বললেন মেয়র ফিরহাদ হাকিম ৷ কলকাতা পৌরনিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আটকে যাওয়া এবং তা নিয়ে পৌরনিগমের নির্দেশিকা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তার প্রেক্ষিতে এই মন্তব্যই করলেন মেয়র ফিরহাদ হাকিম৷ যে নোটিশ ঘিরে এত বিতর্ক, তোলপাড় ফেলে দেওয়া সেই নোটিশকে শুক্রবার সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, “এই নোটিশ পৌরসভাকে অসম্মান করার লক্ষ্যেই টাঙিয়েছে কেউ । এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছি ৷”