ইকোপার্কের ১ নম্বর গেট সংলগ্ন একটি রাস্তাকে ইতিমধ্যেই ‘আর্ট স্ট্রিট’ হিসেবে তৈরি করা হয়েছে। যেখানে বিভিন্ন শিল্পীরা তাঁদের শিল্পকলার প্রদর্শনী করার সুযোগ পাবেন। এবার সিটি সেন্টার-২ সংলগ্ন স্মার্ট প্লাজায় একটি ‘স্মার্ট গ্যালারি’ তৈরি করা হল। তরুণ শিল্পীদের কাজে উত্সাহ দিতেই হিডকোর এই উদ্যোগ। স্মার্ট আর্ট গ্যালারিটি ৪৫০ বর্গফুটের। মূলত ছবির প্রদর্শনীর জন্যই ডিজাইন করা হয়েছে গ্যালারির। প্রতিটি দেয়ালে চারফুট উচ্চতার ছবির ফ্রেমও টাঙানো যাবে। দর্শনার্থীদের সাহায্যে গ্যালারির এককোণে রাখা হবে একটি ছোট তথ্যসমৃদ্ধ ডেস্ক। এই গ্যালারিতে শিল্পীরা তাদের শিল্পকর্মগুলি এক সপ্তাহের জন্য বিনামূল্যে প্রদর্শনের অনুমতি পাবেন। শুক্রবার বিকেলে নতুন এই আর্ট গ্যালারির উদ্বোধন করেন পরিবহণ ও আবাসনমন্ত্রী তথা হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। ছিলেন প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন-সহ বহু বিশিষ্টজন।