কলকাতা

রাজীব আমার ছোট ভাইয়ের মতোঃ ফিরহাদ হাকিম

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা । বিজেপি ছেড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরতে চাইছেন, এমন গুঞ্জনে ওঠে রাজনৈতিক মহলে । এই আবহের মধ্যে রাজীব প্রসঙ্গে সুর নরম করলেন ফিরহাদ হাকিম । তিনি বলেন , ” ভুল তো অনেকেই করেন, কিন্তু সেই ভুল স্বীকার করে নিয়ে বোধোদয় হলে সেটা শুভ লক্ষণ । রাজীব আমার ছোট ভাইয়ের মতো । কেন নির্বাচনের সময় রাজীব বিজেপিতে চলে গেল সেটা আমার কাছেও খুব বিস্ময়কর । ক্যাবিনেটের শেষ অধিবেশনেও রাজীবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল ।” তিনি আরও বলেন, ” আমি ওকে বিজেপিতে যেতে বারণ করেছিলাম । ও আমার কথা শোনেনি । কিন্তু নির্বাচনের পরে রাজীব ও নিজের ভুল বুঝতে পেরেছে । রাজীবের বোধোদয় হয়েছে সেটা শুভ লক্ষণ । তবে রাজীবের কোনও আবেদন এখনও দলের কাছে আসেনি । যদি রাজীব যদি আবেদন জানায় তাহলে দল সিদ্ধান্ত নেবে । তবে শেষে যদি কারও বোধোদয় হয় সেটাও বড় কথা । অনেকের তো শেষ মুহূর্ত পর্যন্ত বোধোদয় হয় না । “