৪৫ বছর পর চলল গুলি। পূর্ব লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ফায়ারিংয়ের ঘটনা ঘটেছে বলে খবর।একদিকে যেমন সেনা এবং কূটনৈতিক স্তরে দুই দেশ আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে চিন বারবার সীমান্তে প্ররোচনামূলক কাজ করছে। যার জবাব প্রত্যেকবার ভারতের সেনাবাহিনী কঠোরভাবে দিচ্ছে। এই অবস্থায় এদিন ফের একবার সীমান্তে গুলি চলার খবর সামনে এসেছে। এখন দেখার এই পরিস্থিতি কোনদিকে নাটকীয় মোড় নেয়। সূত্রের খবর, সীমান্তে ফায়ারিং-এর ঘটনার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে এটি ওয়ার্নিং শট বলে দাবি করা হয়েছে। অর্থাত্ দুই পক্ষ একে অপরতে ওয়ার্নিং দিতে গুলি চালিয়েছে বলে খবর। ১৯৭৫ সালের পর এই প্রথম ভারত চিন সীমান্তে এভাবে গুলি চালানোর ঘটনা ঘটল।