দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দেশ জুড়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ট্যুইট করে মোদী জানান সবার আগে পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপদে থাকার বিষয়টি সুনিশ্চিত করতে চায় কেন্দ্র সরকার। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি বিষয়গুলি ভাবা হবে। তিনি টুইটে এও লেখেন, সারা দেশের অভিভাবকরা কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিলেন তাঁদের সন্তানের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করার জন্য। তাঁদের উদ্বেগ কেন্দ্রকে ভাবতে বাধ্য করেছে। লকডাউন গোটা দেশের শিক্ষক মহল অসাধারণ ভাবে পড়ুয়াদের শিক্ষাদান করেছে। প্রত্যেক শিক্ষিক শিক্ষিকাকে এদিন আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মোদী। তিনি জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষাব্যবস্থায় গতি আসবে। তিনি বলেন সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে প্রত্যেক অভিভাবক স্বাগত জানিয়েছেন। এই অবস্থায় পরীক্ষা বাতিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পড়ুয়া বান্ধব সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী।