করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রনের ছোবলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার এমন দুঃসংবাদ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। উল্লেখ্য, শুধু ব্রিটেন নয়, গোটা বিশ্বেই এই প্রথম ওমিক্রনের ছোবলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘ব্রিটেনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। অতি সংক্রামক ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে এদিন থেকেই ইউরোপের দেশটিতে মাস্ক ব্যবহার যেমন বাধ্যতামূলক হয়েছে, তেমনই ওয়ার্ক ফ্রম হোমও চালু হয়েছে। পরিস্থিতির যাতে অবনতি না ঘটে তার জন্য জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এদিন করোনার টিকাকরণ নিয়ে খোঁজখবর নিতে পশ্চিম লন্ডনের প্যাডিংটনের এক করোনা টিকাদান কেন্দ্রে হাজির হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। টিকাদান কেন্দ্র পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথমেই দুঃসংবাদ শোনান। জনসন জানান, ‘দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন প্রজাতিতে সংক্রমিত হয়ে একজন প্রাণ হারিয়েছেন।’ যদিও মৃতের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।’