জেলা

কিশনগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫জনের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। গভীর রাতে ঘটনাটি ঘটে কিশনগঞ্জের সালামকলোনিতে। ঘটনায় মৃত্যু হয়েছে বাবা সহ চার সন্তানের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মহম্মদ নূর আলম(৪৪), তৌফা পারভিন (১০), শবনম পারভিন (৮), রহমত (৬) ও শাহিদ(৩)। গুরুতর জখম নূর আলমের স্ত্রী শাহজাদি শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, গতকাল রাত আড়াইটা নাগাদ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সালামকলোনিতে বিস্ফোরণের আওয়াজে স্থানীয়দের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি নূর আলমের বাড়িতে আগুন জ্বলছে। সেইসময় পরপর কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দেন। পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। আজ সকালে মৃতদেহগুলি ময়নাতদন্তের পর আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয় বলে জানান সদর থানার আইসি অশ্বিনী কুমার। অপরদিকে, ওই বাড়িতে কেন চার-পাঁচটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল, এই নিয়েও প্রশ্ন ওঠে। ঘটনার তদন্ত চলছে।