পশ্চিমবঙ্গে আসা যাত্রীদের উড়ানের সময় দেখাতে হবে শেষ ৭২ ঘণ্টার মধ্যে করা কোভিড আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট অথবা তাঁদের দু’টি টিকা নেওয়ার শংসাপত্র থাকতে হবে। রাজ্য সরকার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। সোমবার থেকেই যে নির্দেশিকা কার্যকর হয়েছে বলে কলকাতা বিমাবন্দর কর্তৃপক্ষের তরফে টুইটে জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, নাগপুর, পুণে ও আমদাবাদে সপ্তাহে তিন দিনের বেশি উড়ান যাতায়াত করবে না। এ বিষয়ে আরও তথ্য পেতে সংশ্লিষ্ট উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে এয়ারপোর্টের তরফে জারি করা নির্দেশিকায়। উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকছে বলে জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তবে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি রুটে বিমান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না কার্গো বিমানের ক্ষেত্রে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ জানিয়েছে, “ভারত থেকে ও ভারতমুখী আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩০ নভেম্বর অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্বাচিত কয়েকটি রুটে আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বিশেষে বিমান চলাচলে ছাড় থাকছে।” কোভিডের সংক্রমণের কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে। গত বছরের মে মাস থেকে ‘বন্দে ভারত মিশন’-র অধীনে এবং জুলাই মাস থেকে নির্দিষ্ট দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক এয়ার বাবলের মাধ্যমে বিমান চলাচল করছিল।
#TravelAlert: Passengers to kindly note as per guidelines of State Govt, all inbound flight passengers to West Bengal shall have to be either fully (doubly) vaccinated or furnish an RT-PCR negative report for a test conducted within 72hrs of such flight departure. (1/2)
— Kolkata Airport (@aaikolairport) November 1, 2021