নয়াদিল্লিঃ আগামী মার্চ থেকেই বাড়ছে বিমান ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।মূলত দেশের ছয়টি রুটে এই ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।পাশাপাশি করোনাকালে যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল,তা বাড়িয়ে ৮০ শতাংশ করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যদিও এই ভাড়া বৃদ্ধির মধ্যে বিমানবন্দর উন্নয়ন কিংবা যাত্রী সুরক্ষা সংক্রান্ত কোনও কর চাপানো নেই বলেই মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। দুরত্ব অনুযায়ী যেভাবে বাড়বে বিমান ভাড়া তার একটি তালিকা ও পেশ করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। ৪০ মিনিটের কম সময়ের জন্য ভাড়া বাড়ছে প্রায় দেড় হাজর থেকে দু হাজার টাকা। ১ ঘন্টার যাত্রায় ভাড়া বাড়বে প্রায় ২০০০ টাকার বেশি। কলকাতা-দিল্লি, কলকাতা -চেন্নাই , কলকাতা-ব্যাঙ্গালরগামী বিমানের ভাড়া বাড়বে প্রায় ৩০০০ হাজারের মতো। চেন্নাই-গুয়াহাটির মতো তিন ঘন্টার বেশি সময়ের বিমান যাত্রায় প্রায় ৫০০০ টাকা বাড়তে চলেছে। এছাড়াও ইন্ডিগো,এয়ার ইন্ডিয়া ও ভিসতারার মতো বিমানগুলিতে বাড়ানো হচ্ছে যাত্রী সংখ্যাও। এদিন সংসদে এমনটাই জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী এইচএস পুরি।