জেলা

নাবালিকা ভাগ্নীর উপর যৌন নির্যাতন, মামাকে ১০ বছরের জেলের সাজা কল্যাণী আদালতের

নাবালিকা ভাগ্নীর উপর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল গুণধর ‘মামা’। কয়েক বছর ধরে মামলা চলার পরে আজ শনিবার সাজা ঘোষণা হল। কল্যাণী মহকুমা আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল। তাঁকে ১০ বছরের সাজা শোনাল আদালত। এই রায় শুনে খুশি ওই নাবালিকার পরিবার। জানা গিয়েছে, ঘটনাটি ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারির। হরিণঘাটা থানার ফতেপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নয় বছরের নাবালিকা। ওই এলাকার বাসিন্দা চিরঞ্জিত ধারা, সম্পর্কে তার মামা হয়। পুতুল কিনে দেওয়ার নাম করে ওই নাবালিকাকে নিয়ে বেরিয়েছিল ওই ব্যক্তি। কিন্তু বাজারে না গিয়ে ওই নাবালিকাকে নিয়ে চিরঞ্জিত ফতেপুর স্কুলপাড়ার একটি নির্জন ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানেই ভাগ্নীর উপর নির্যাতন চালাতে থাকে সে। নাবালিকা একাধিক বার বারণ করলেও সেই কথা কানে তোলেনি মামা। গায়ের জোরে মামার সঙ্গে পেরেও ওঠেনি নাবালিকা। পরে ওই নাবালিকাকে ছেড়ে দেন চিরঞ্জিত। ওই নাবালিকা ফিরে বাড়ির লোকজনকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরেই পরিবারের লোকজন চিরঞ্জিত ধারার বিরুদ্ধে হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। পকসো ধারায় মামলা শুরু হয়। নাবালিকার বয়ানও রেকর্ড করা হয়েছিল। এলডি এডিজে কল্যাণী আদালতে শুরু হয় মামলা।