শীতলকুচিকাণ্ডে ব্যালেস্টিক টিমের প্রাথমিক রিপোর্ট সামনে এল। তারা সিআইডিকে জানিয়ে দিল, শীতলকুচির ১২৬ নম্বর বুথে যে চিহ্ন মিলেছিল সেটি রাইফেলের এবং বুথ লক্ষ্য করেই সেই গুলি চালানো হয়েছিল। আর এরপরই প্রশ্ন উঠছে, বাইরে গন্ডগোল হলে কেন বুথ লক্ষ্য করে গুলি চালানো হল? এর আগে একই অনুমান করেছিল সিআইডি-ও। আর সেই সিআইডি-সর অনুমানেই এবার শিলমোহর দিল ফরেনসিক ব্যালেস্টিক টিম। এই টিম গোটা ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি পুনর্নির্মাণ করা হয় তাদের তরফে। সিআইডির অনুমান ছিল, ভোটের দিন বুথ লক্ষ্য করে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। ওই টিম জানিয়েছে, দরজা ভেদ করে গুলি লাগে ব্ল্যাকবোর্ডে। তারা আরও জানিয়েছে, ব্ল্যাকবোর্ডে একটি চিহ্নও পাওয়া গিয়েছে। চতুর্থ দফার ভোটের দিন উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি। প্রথম থেকেই অভিযোগ ছিল কেন্দ্রীয় বাহিনীর দিকে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই চারজনের মৃত্যু হয়েছে। তবে এই রিপোর্ট অনুযায়ী প্রশ্ন উঠছে, তবে গুলি কেন বুথ লক্ষ্য করে করা হল? এর আগেই সিআইএসএফ-এর দুই অফিসার সহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছিল। যদিও করোনার জন্য তাঁরা হাজিরা দেননি। অন্যদিকে, সেক্টর অফিসার ও কিউআরটি অফিসার এএসআই সুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা।