জেলা

ভূপতিনগরের বিস্ফোরণ স্থলে যাচ্ছে ফরেন্সিক দল

কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে ঘটে গিয়েছিল ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাত ১১টা নাগাদ বিস্ফোরণের ঘটনায় তৃণমূল বুথ সভাপতি সহ আরও ২ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল। রবিবার সেই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে ফরেন্সিক দল। এলাকা পরিদর্শন করে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন রাজ্যের প্রতিনিধি দলের সদস্যরা। অন্যদিকে ভূপতিনগরে নাড়ুয়া ভিলা গ্রামের বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি মৃত রাজকুমার মান্নার স্ত্রী লতা রানী মান্না ভূপতিনগর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। তিনি জানিয়েছেন তার স্বামী বেআইনি আতশবাজি তৈরি করতেন। লতা বহুবার বাধা দিয়েছেন কিন্তু তাঁর কথা শুনতেন না রাজকুমার। শেষমেষ এই পরিণতি দাঁড়িয়েছে। আতশবাজি তৈরি করার সময় তার স্ত্রী লতারানী মান্না, বাড়িতে থাকতেন না। তাই তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তিনি অভিযোগে আরও জানিয়েছেন ওই আতশবাজি তৈরি করার সময় কোন কারণে ধূমপান থেকে বিস্ফোরণ হতে পারে। এই অভিযোগ পাওয়ার পরে পুলিস তদন্ত শুরু করেছে।