দেশ

আগামী ৬-৮ সপ্তাহের মধ্যেই দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, সতর্ক করলেন এইমস প্রধান

ভারতে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য। করোনার তৃতীয় ঢেউ আগামী ৬-৮ সপ্তাহের মধ্যেই দেশে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। এমনই আশঙ্কার কথা শোনালেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। আর তৃতীয় ঢেউ দ্রুত আছড়ে পড়ার সম্ভাবনার জন্য জনগণের সচেতনতার অভাবকেই কারণ মনে করছেন গুলেরিয়া। শনিবার সকালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গুলেরিয়া বলেছেন, ‘‌বিভিন্ন রাজ্যে আনলক পর্যায় শুরু হতেই জনগণের মধ্যে সচেতনতা উধাও। প্রথম ও দ্বিতীয় ঢেউ থেকে আমরা যে কোনও শিক্ষা নিইনি। তা বোঝা যাচ্ছে। আবার নানা জায়গায় জমায়েত হচ্ছে। মানুষ ভিড় করছে। সংক্রমণের সংখ্যা বাড়তে যদিও সময় লাগবে। তবে এভাবে চললে ৬-৮ সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউ আসতে পারে।’‌ এরপরই গুলেরিয়ার সংযোজন, ‘‌কোভিড বিধি সঠিকভাবে মানার উপরই সবকিছু নির্ভর করছে। ভিড় একদমই করা চলবে না।’‌